গাইবান্ধার পলাশবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের পায়তারা থানায় অভিযোগ

ছাদেকুল ইসলাম রুবেল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলা সংলগ্ন সাদুল্যাপুরের উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের কৃষ্ণপুর পাড়ায় চলাচলের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে উভয় পক্ষই পৃথক পৃথক থানায় অভিযোগ দায়ের। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার গ্রামের কৃষ্ণপুর পাড়ায় গ্রামের সোলায়মান হোসেন গং প্রতিবেশী আঃ বারী মন্ডলের সাথে বাড়ীতে চলাচলের যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।
সরেজমিন ও স্থানীয় ইউপি সদস্য কর্তৃক সালিশনামা সূত্রে জানা যায়, সোলায়মান হোসেনসহ প্রায় তিন শতাধিক লোক দীর্ঘদিন যাবৎ বাড়ী হতে বের হওয়ার চলাচলের রাস্তা নিয়ে সমস্যায় ভুগছিলেন। তাই প্রতিবেশী আঃ বারী মন্ডলের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে ৩’শ টাকা ট্যাম্পে ডিট করে ৪ শতাংশ বিনিময় করেন। সেই মোতাবেক সোলায়মান গংরা ওই ৪’শ শতাংশ জমিতে বিগত ৭/৮ মাস পূর্বে অন্যত্র থেকে মাটি এনে চলাচলের রাস্তা তৈরী করেন। সোলায়মান গংদের যাতায়াতের অসুবিধার কথা ভেবে জনস্বার্থে মানবিক দিক বিবেচনা করে রাস্তাটি ইউপি সদস্য উক্ত রাস্তার বেড়া খুলে দিয়ে জনস্বার্থে উন্মুক্ত করেন। ।
পরবর্তীতে গত ২৫ মার্চ দ্বিতীয় দফায় তার দ্বিতীয় স্ত্রীসহ একটি কুচক্রি মহলের পরামর্শে কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে উক্ত যাতায়াতের রাস্তায় আবার বেড়া দিয়ে বন্ধ করে দেয়। পরে সোলায়মান গংরা তা যাতায়াতের জন্য খুলে দেয়।
থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পক্ষই থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ দাখিল করেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।