বৃহত্তর রংপুর
গাইবান্ধা জেলা পুলিশের ত্রাণ বিতরণ

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে বন্যার্ত ২’শ পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার জেলা সদরের কামারজানী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গোঘাট এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার- মো. মাশরুকুর রহমান খালেদ। এসময় ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার-আব্দুল্লাহ্ আল ফারুক, বি-সার্কেল- মইনুল হক, সদর থানা অফিসার ইনচার্জ- খাঁন শাহরিয়ার, ডিবি ওসি- একেএম মেহেদী হাসান, কামারজানী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, সাংবাদিক সরকার শহিদুজ্জামান প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, চিনি, লবণ ও চিড়া।