চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আঃলীগ মনোনীত প্রার্থীকে সংবর্ধনা

শফিকুল ইসলাম:আগামী ৩০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস কে সংবর্ধণা প্রদান করেছে রহনপুর পৌর আওয়ামীলীগ।
আজ সোমবার সকালে গোমস্তাপুর ইউনিয়নের দারাবাজ থেকে মোটরসাইকেল শোডাউন করে জনকল্যাণ মোড় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে,সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ,পৌর যুবলীগের সভাপতি রাশেদুল হক বুলবুল, যুগ্মসাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর প্রমূখ।পরে মরহুম আব্দুল খালেক বিশ্বাসের কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য,গত ২৬ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় এ সিদ্ধান্তে তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নৌকার প্রার্থীদের চূড়ান্ত করা হয়।