রাজশাহী বিভাগ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে এসেছে ভারতীয় ৭ ট্রাক পিঁঁয়াজ

শফিকুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভারতের রপ্তানী নিষেধাঞ্জা প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করল ৭ ট্রাক ভারতীয় পিঁয়াজ। নিষেধাঞ্জা প্রত্যাহারের প্রথম দিন শুক্রবার থাকায় শনিবার (২ জানুয়ারী) ভারতের মাহদীপুর স্থল বন্দর দিয়ে বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে আমদানীকারকের ৭টি পিঁয়াজের ট্রাক প্রবেশ করে।
এর মধ্যে সাদিয়া এন্টারপ্রাইজের ১ট্রাক এবং টি এম এন্টারপ্রাইজের ২ ট্রাক পিঁয়াজ রয়েছে।
এ ব্যাপারে সাদিয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি সাদিকুল ইসলাম জানান, তাঁর ভারতীয় এক ট্রাকে ১৫ টন পিঁয়াজ সোনামসজিদ বন্দরে বিকেলে প্রবেশ করেছে। তিনি এসব পিঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রির মোটামুটি ফায়সালা করেছেন।
এ ব্যাপারে পানামা পোট লিংক লিমিটেডের পোট ম্যানেজার মইনুল ইসলাম ৭ ট্রাক পিঁয়াজ শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন। তিনি আরও জানান, কাঁচামাল এবং প্রয়োজনীয় উপকরন হওয়ায় দ্রুত এসব বন্দরে খালাস অব্যাহত রয়েছে।