Featured

চিলাহাটিতে দুটি বাল্যবিবাহ সম্পন্ন!

http://tistanews24.com/wp-content/uploads/2015/12/images.jpegতোজাম্মেল হোসেন মঞ্জু, চিলাহাটী(ডোমার) থেকে: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে ভূয়া কাজী দুটি বাল্যবিবাহ সম্পন্ন করলেও  প্রশাসন নিরব, আর স্থানীয় প্রশাসনতো অনেক বাল্যবিয়েতেই উপস্থিত, থেকে সহযোগীতা করেন।
জানা গেছে, জেলার চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাতঘোড়া পাড়ার সাইকেল মেকার রফিকুলের কন্যা উত্তর ভোগডাবুড়ী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী লাবনী (১৫) এবং একই ওয়ার্ডের বানিয়াপাড়ার বাবলুর কন্যা উত্তর ভোগডাবুড়ী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী রুবিনা (১৫) এর বাল্যবিবাহ ওসমান কাজীর পুত্র ভূয়া কাজী হিসাবে পরিচিত বাবলু গত ২৫ ডিসেম্বর রাতে নিবন্ধন করে। তবে এ ব্যাপারে ওই কাজীর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Show More

News Desk

তিস্তা নিউজের নিউজ রুম থেকে সমস্ত বিভাগসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ করা হয়। আপনি যদি তিস্তানিউজ ২৪.কম এ প্রকাশের জন্য আমাদের ট্রেন্ডিং নিউজ প্রেরণ করতে চান তবে আসুন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নিউজটি আমাদের নিউজ রুম থেকে নিউজ ডেস্ক হিসাবে প্রকাশিত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদান্তে- আব্দুল লতিফ খান, সম্পাদক মন্ডলির সভাপতি।

Related Articles

Back to top button
Close