জলঢাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

আবেদ আলী, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় অগ্নিকান্ড ও বজ্রপাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এসব টিন বিতরণ করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১ বান্ডিল করে টিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। পিআইও অফিস সুত্রে জানা যায়, উপজেলাটিতে ১৯০ বান্ডিল ঢেউটিন ও ২ লক্ষ ৫৮ হাজার টাকা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে অগ্নিকান্ড ও বজ্রপাতে ক্ষতিগ্রস্থ ৮৬ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল টিন নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়। বাকি টিন অসহায় দুস্থ হতদরিদ্রদের গৃহ নির্মানের জন্য দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান, ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, পিআইও মোয়াজ্জেম হোসেন, আ.লীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত প্রমুখ। টিন বিতরণ কালে আগুন থেকে সকলকে সাবধান থাকার পরামর্শ দেন এমপি মোস্তফা।