জলঢাকায় উষ্ণ অভ্যর্থনায় সংবর্ধিত হলো দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেন

স্টাফ রিপোর্টার : নীলফামারীর জলঢাকায় উষ্ণ অভ্যর্থনা ও বর্নাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত হলো দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জলঢাকা উপজেলার কৃতিসন্তান প্রফেসর আহম্মেদ হোসেন।
শনিবার বিকেলে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে।
জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অবসর প্রাপ্ত প্রবীণ শিক্ষক আলহাজ্ব আ.ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, দিনাজপুর শিাবোর্ডের সচিব আমিনুল হক সরকার, উপ-সচিব ড. আ.রাজ্জাক, উপ-বিদ্যালয় পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী পরীা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব প্রমুখ ।
সংবর্ধিত ব্যক্তিত্ব প্রফেসর আহম্মে হোসেনকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সকাল থেকেই নানা বয়সের ছাত্র-ছাত্রী ফুল নিয়ে রাস্তার দু’প্রান্তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
জলঢাকা উপজেলার কৃতিসন্তান প্রফেসর আহম্মে হোসেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে জলঢাকায় আগমনের খবরে এলাকার বিভিন্ন পেশার মানুষ তাকে এক নজর দেখার জন্য ভির জমাতে থাকে উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।