
আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে এলইডি টিভি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব খুটামারা দরগারপাড় ডাঙ্গাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলসাগর গ্রুপের পরিচালক আবু সালেহ সোহেল রানা। এ উপলক্ষে অনুষ্ঠিত এক উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম।
সমাজ সেবক ওসমান গনীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ও ছাত্রলীগ নেতা আফজালুল হক আপন ও সমাজ সেবক ভবদিশ চন্দ্র রায় প্রমুখ।