নীলফামারী
জলঢাকায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবেদ আলী, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় মুজিববর্ষে কোভিড – ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোঃ মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ওসি তদন্ত ফজলুর রহমান, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়।
সেমিনারে ইউএনও দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহবান জানান। এছাড়াও খাদ্যের নিরাপত্তা নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনারে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, খাবার ব্যবসায়ী ও সাংবাদিক সহ ৪০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।