Featured
জলঢাকায় জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলঢাকা প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলে সোমবার বিকালে নীলফামারী জলঢাকা উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। জলঢাকা উপজেলা জাসদের (ইনু) আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদনি করে। পরে স্থানীয় জিরোপয়েন্ট মোডে পথ সমাবেশে মিলিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম।
উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাসদের স¤পাদক হাসিবুল ইসলাম মিতু, সহ-সভাপতি আশরাফ আলী, বাবু নির্মলেন্দু রায়, পৌরসভাপতি স্বাধীন কান্তি রায়, প্রমুখ। #