নীলফামারী
জলঢাকায় জেলা পরিষদের উদ্যোগে দরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে দরিদ্রদের মাঝে জেলা পরিষদের উদ্যোগ টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের বাস্তবায়নে আজ মঙ্গলবার শেষ বিকেলে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ডাকবাংলোয় দরিদ্র পরিবারের মাঝে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ১৫৬টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন সফলতার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। করোনাকালীন সময় এই সরকার দেশের মানুষের পাশে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, জেলা পরিষদ সদস্য রোকসানা পারভীন দ্বীপ্তি ও জলঢাকা উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফ্ফার।