Featured

জেল পালাতে গিয়ে শৌচালয়ের পাইপে আটকে গেল কয়েদি

http://tistanews24.com/wp-content/uploads/2016/01/665522.jpg
এই সেই কয়েদি।

তিস্তা নিউজ ওয়েব ডেস্ক: জেল থেকে পালাতে গিয়ে যে এত বড় মাশুল দিতে হবে তা বোধহয় কল্পনাতেও আনতে পারেনি এক কয়েদি। অনেক সময়ই শোনা যায়, সুড়ঙ্গ কেটে, পাঁচিল টপকে জেল থেকে পালিয়েছে কয়েদি। বিদেশে এ রকম হামেশাই শোনা যায়। সে রকমই পরিকল্পনা করেছিল ব্রাজিলের এক জেলখানার কয়েদি। তবে কোনও সুড়ঙ্গ, পাঁচিল নয়, ওই কয়েদি জেলখানার শৌচালয়ের পাইপের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করে। ভেবেছিল পরিকল্পনা ঠিকঠাক কাজ করলেই কেল্লা ফতে। সবে মাত্র পাইপের ভিতর নিজের শরীরের অর্ধেকটা গলানোর পরেই আটকে যায় শরীর। অনেক নড়াচড়া, চেষ্টা করেও আর নিজেকে বের করতে পারেনি সে। এই অবস্থা দেখতে পায় আরও দুই কয়েদি। তত ক্ষণে সারা জেলে হল্লা পড়ে গিয়েছে। অবশেষে তাকে পা ধরে টেনে বের করা হয়। এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Show More

News Desk

তিস্তা নিউজের নিউজ রুম থেকে সমস্ত বিভাগসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ করা হয়। আপনি যদি তিস্তানিউজ ২৪.কম এ প্রকাশের জন্য আমাদের ট্রেন্ডিং নিউজ প্রেরণ করতে চান তবে আসুন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নিউজটি আমাদের নিউজ রুম থেকে নিউজ ডেস্ক হিসাবে প্রকাশিত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদান্তে- আব্দুল লতিফ খান, সম্পাদক মন্ডলির সভাপতি।

Related Articles

Back to top button
Close