Featured
ডিমলার খগাখড়িবাড়িতে সোনালি সংগঠনের বার্ষিক সভা অনুষ্ঠিত

সবুজ ইসলাম খগাখড়িবাড়ী (ডিমলা)প্রতিনিধি: পৃথিবীর যা কিছু সৃষ্টি চির কল্যান কর অধেক তার করিয়াছে নারী অধেক তার পর৷ কথাটি আসলে সত্যি৷ নারীরা আজ আর পিছিয়ে নেই৷ তারা মাথা উচু করে দাড়াতে শিখেছে৷ তেমনি খগাখড়িবাড়ী ইউনিয়নের ৪নং ওয়াডের নারীরা আজ পল্লিশ্রী রি কল প্রকল্পের সহায়তায় গড়ে তুলেছে সোনালি সংগঠন।
সোমবার (১৫-০২-২০১৬ইং) বেলা ১২টায় অনুষ্ঠিত হয় সংগঠনের বাষিক সভায় সভাপতিত্ব করেন পল্লিশ্রীর খগাখড়িবাড়ী ৪নং ওয়াডের ফিল্ড ক্যাসিলিটিটেটর সুমিত্রা রানী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মহেছেনা বেগম ও স্থানীয় জন্য মান্য ব্যক্তিবগ সভাপতির ভাষনে সুমিত্রা রানী বলেন এই সংগঠনের লক্ষ্য হল নারীদের সব ধরনের অধিকার রক্ষা ওনারী নিযাতন রোধ৷ সংগঠনের প্রধান মহেছেনা বেগম আশা প্রকাশ করেন যে তাদের এই সংগঠনটি একদিন প্রতিষ্ঠিত হবে।