ডিমলায় নববধুর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার : নীলফামারীর ডিমলায় আরতী রানী(১৯) নামে এক নববধুর রহস্যজনক মৃতু হয়েছে। সে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের কালিপদ রায়ের স্ত্রী।
মঙ্গলবার ডিমলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করেছে।
ঘটনার বিবরণে জানাগেছে, নীলফামারী জেলার ডিমল উপজেলা সদর ইউনিয়নের কুমার পাড়া গ্রামের মৃত মতিলাল রায়ের কন্যা আরতী রানীর সাথে একই ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত মন্টু রায়ের পুত্র কালিপদ রায়ের প্রায় ৬মাস আগে বিয়ে হয়। বিয়ের পর হতেই নবÑদম্পতির মধ্যে স্বামীর পরকীয়া লইয়া ঝগড়া বিবাদ চলে আসছিলো। এমতাবস্থায় সোমবার রাতে স্বামীর বাড়ীতে নববধু আরতী রানীকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্বামীর দাবি তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ডিমলা থানর সাব-ইন্সেপেক্টর আব্দুল লতিফ বলেন, ঘটনার সংবাদ পেয়ে ওই রাতেই ঘটনা স্থল পৌছে আরতীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে একটি ইউডি মামলা করা হয়েছে।