Featured

ডিমলায় বিলুপ্ত ছিটমহলে প্রশাসনের উদ্যেগে কম্বল বিতরণ

http://tistanews24.com/wp-content/uploads/2016/01/142.jpgহামিদা বারী, স্টাফ রিপোর্টার :  নীলফামারীর ডিমলা উপজেলার বিলুপ্ত ছিটমহলের ৬২ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যেগে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৩১নং নগর জিগাবাড়ী বিলুপ্ত ছিটমহলে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এসব কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিলুপ্ত ছিটমহলবাসীদের যাতে কোন প্রকার অসুবিধা না হয় সে দিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার নিরন্তন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এই জনপদে উল্লেখযোগ্য উন্নয়ন করা হয়েছে। বর্তমান সরকার অধিক গুরুত্ব সহ এ বিলুপ্ত ছিটমহলবাসীদের দিকে নজর রাখছেন। এখানকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুৎ সুবিধা, বিভিন্ন খামার প্রকল্পের জন্য ঋন সুবিধাসহ সকল দিক বিবেচনা করছে সরকার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদের সদস্য  মনোয়ারা বেগম, ইউপি সদস্য ইউসুফ আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

Show More

News Desk

তিস্তা নিউজের নিউজ রুম থেকে সমস্ত বিভাগসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ করা হয়। আপনি যদি তিস্তানিউজ ২৪.কম এ প্রকাশের জন্য আমাদের ট্রেন্ডিং নিউজ প্রেরণ করতে চান তবে আসুন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নিউজটি আমাদের নিউজ রুম থেকে নিউজ ডেস্ক হিসাবে প্রকাশিত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদান্তে- আব্দুল লতিফ খান, সম্পাদক মন্ডলির সভাপতি।

Related Articles

Back to top button
Close