ডিমলায় মাস্ক ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচির উদ্বোধন

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডিমলায় “পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধ এসোসিয়েশন”র উদ্যোগে মাস্ক ও শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং করণীয় শীর্ষক হ্যান্ডবিল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়।
এ উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে সংগঠনটির সভাপতি মহিকুল ইসলামের সভাপতিত্বে ও মাহাবুব ইসলামের সঞ্চালনায় উপজেলা স্মৃতি অম্লান চত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, গোপাল চন্দ্র রায়, ইউনুস আলী মোল্লা, বাদশা সেকেন্দার ভুট্টু, জাহাঙ্গীর রেজা, আসাদুজ্জামান পাভেল, আলমগীর আলম, মনিসিংহ রায় প্রমুখ।
বক্তারা বলেন, যেভাবে শব্দদূষণের মাত্রা বেড়ে চলেছে তাতে আগামী ১০ বছরের মধ্যে অর্ধেক মানুষ বধিরতার শিকার হতে পারে। তাই এখন থেকেই প্রতিরোধ করা অতীব জরুরি হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার, শব্দদূষণ প্রতিরোধে সরকারের পক্ষে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।