ডোমারে ইউপি নির্বাচনে আঃলীগের দলীয় মনোনয়নে অর্থ বানিজ্যের অভিযোগ

তোজামেল হোসেন মনজু, চিলাহাটি(ডোমার) প্রতিনিধি: ইউনিয়ন পরিষদের নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে অর্থ বানিজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চিলাহাটি প্রেস ক্লাবে এমন অভিযোগ তুলে লিখিত বক্তব্য রাখেন উপজেলার আওয়ামী লীগের নেতা কেতকীবাড়ি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মাহাবুবুল আলম ওহাবুল।
তিনি অভিযোগ তুলে বলেন, উপজেলায় ১০টি ইউনিয়ন রয়েছে। দলীয় চেয়ারম্যান প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়ায় ৬ সদস্যের কমিটি রয়েছে। ওই কমিটি যোগ্য প্রার্থীর বদলে মোটাঅংকের অর্থ হাতিয়ে নিয়ে অযোগ্য প্রার্থী নির্বাচন করে নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করছে। তার অভিযোগ কেতকীবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় ভাবে যাকে চেয়ারম্যান মজিবুল হক প্রামানিককে প্রার্থী মনোনীত করা হয়েছে তিনি বিএনপি নেতা বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম দিপুর ভাই। তারা পারিবারিকভাবে সকলে বিএনপি করে। সেখানে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে বিএনপি পরিবারকে আওয়ামী লীগের মনোনয়ন দিচ্ছে। মাহাবুবুল আলম ওহাবুল সংবাদ সম্মেলনে জন্মগত ও বংশগত আওয়ামী লীগের পরিবার দাবি করে বলেন আমার পিতা প্রয়াত মোজাম্মেল হক প্রামানিক ও বড় চাচা প্রয়াত সামছূল হক প্রামানিক বৃহত্তর উত্তর বঙ্গের মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী নেতা হিসাবে পরিচিত ছিলেন। তিনি বলেন আমরা আওয়ামী লীগের তৃণমুল সৈনিক। অথচ অর্থের কাছে কিছু নেতার কাছে মুল্যায়ন পাইনা। তাই তিনি আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হন্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ যে চতুর্থ দফায় ডোমার উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।