ডোমারে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের কম্বল বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>> নীলফামারীর ডোমারে জেঁকে বসেছে শীত, ভোগান্তিতে পরেছে নিম্নবৃত্তরা। শীতের এই উষ্ণতা কিছুটা লাঘব করতে তাদের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ১,বাংলাদেশ।
মঙ্গলবার (১২জানুয়ারি ) দুপুরে ডোমার থানা চত্বরে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সহযোগীতায় ৫ শতাধিক কম্বল বিতরন করা হয়।
দূঃস্থ ,অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা গর্ভনর নজরুল ইসলাম শিকদার ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পালের সভাপতিত্বে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, ডোমার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজ, জেলা লায়ন্স এর পক্ষ থেকে কেএম আকতার হোসেন, ইউসুফ আলী খান, মোঃ আকবর, মিজানুর রহমান মিজান, সাইদুর রহমান খান ও মোর্শেদ আলম ভুইয়া প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
#