সারাদেশ
দিনাজপুরের হিলিতে ৪৬ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার

তিস্তা নিউজ ২৪.কম : দিনাজপুরের হিলির হাকিমপুর সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে ৩১ মার্চ (বৃহস্পতিবার) ভোরে ভারতীয় আমদানি নিষিদ্ধ প্রায় ৪৬ হাজার যৌন উত্তেজক ও গরু মোটা তাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানায়, ভারতীয় ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে আসা হচ্ছে, এমন সংবাদে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয় ।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় । পরে বস্তার ভেতর থেকে ৬ হাজার ৪০০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৩৯ হাজার ৫০০ পিস গরু মোটাতাজাকরণ নিওসিপ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ ট্যাবলেটগুলোর সিজার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা, বলে জানান তিনি।
মোঃ আরিফ জাওয়াদ/ দিনাজপুর জেলা প্রতিনিধি