Featured

দিনাজপুরে আদিবাসীদের মানববন্ধন কর্মসূচি পালিত

http://tistanews24.com/wp-content/uploads/2016/01/adibashi.jpgমোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর: দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে, স্থানীয় সমতল ভূমির আদিবাসীরা।

আজ সোমবার(১৮ জানুয়ারি) সকাল ১১টায় পর্যন্ত ঘন্টা ব্যাপি সমতল ভূমির আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনসহ পার্বত্য চট্রগ্রামের শাস্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে, এ মানববন্ধন কর্মসূচী আয়োজিত হয়।

উক্ত মানববন্ধত কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, আ. লীগ সরকার দীর্ঘ ৭ বছর ধরে দেশ শ্বাসন করছে। কিন্তু আদিবাসীদেও জন্য কিছুই করেনি, সরকার মুখে সমতল আদিবাসীদেও কল্যানের কথা বললেও কাজে তেমন কোন প্রতিফলন নাই। আর এই সুযোগে এক শ্রেনীর প্রভাবশালী ব্যাক্তি সমতল আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে। সমতল আদিবাসীরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে এবং ভুমি দস্যুদের থাবায় তারা(আদিবাসীরা) সর্বশান্ত হয়ে পড়েছে।

বক্তারা আরো বলেন, অভিলম্বে সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভুমি কমিশন গঠন। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে, বলে জানান তারা।

এদিকে আদিবাসীদের দাবির সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন ওয়ার্কাস পার্টি এবং কমিউনিষ্ট পার্টির স্থানীয় নেতা-কর্মীরা।

আদিবাসীদের দু’টি সংঘঠন জাতীয় আদিবাসী পরিষদ এবং আদিবাসী ছাত্র পরিষদের যৌথ উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

Show More

News Desk

তিস্তা নিউজের নিউজ রুম থেকে সমস্ত বিভাগসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ করা হয়। আপনি যদি তিস্তানিউজ ২৪.কম এ প্রকাশের জন্য আমাদের ট্রেন্ডিং নিউজ প্রেরণ করতে চান তবে আসুন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নিউজটি আমাদের নিউজ রুম থেকে নিউজ ডেস্ক হিসাবে প্রকাশিত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদান্তে- আব্দুল লতিফ খান, সম্পাদক মন্ডলির সভাপতি।

Related Articles

Back to top button
Close