নীলফামারী
দৃশ্যপট জলঢাকা: আজ রুপমের শুভ জন্মদিন

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ রুপম আমাদের সকলের প্রিয়। বয়স (৩) বছর পেরিয়ে চারে পরলো। সে উপজেলা আওয়ামীলীগ নেতা অনিল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসের একমাত্র পুত্র।
আজ সোমবার (১১জানুয়ারি) পৌরসভার ৭নং ওয়ার্ড চেরেঙ্গা গ্রামের বাড়িতে নানান আয়োজনে কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। রুপমের জন্মদিনে স্বজনদের শুভকামনা।
সাথে তিস্তা নিউজ.কম পত্রিকার পরিবারের পক্ষ থেকে রুপমের জন্ম দিনে তার মঙ্গল কামনা করা হয়েছে।