Featured

নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

http://tistanews24.com/wp-content/uploads/2015/12/images6.jpgইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী: “বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএসের আয়োজনে র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার জনাব মাহবুব আলম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব।
এসময় র‌্যালীতে জেলার ইউনিয়ন পর্যায়ে ফেডারেশনের নেতৃবৃন্দ, যুব ফোরাম, নারী ফোরাম, কৃষক ফোরাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জেলার ডোমার, জলঢাকা ও সৈয়দপুর উপজেলায় অনুরূপ ভাবে দিবসটি পালন করা হয়েছে।

Show More

News Desk

তিস্তা নিউজের নিউজ রুম থেকে সমস্ত বিভাগসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ করা হয়। আপনি যদি তিস্তানিউজ ২৪.কম এ প্রকাশের জন্য আমাদের ট্রেন্ডিং নিউজ প্রেরণ করতে চান তবে আসুন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নিউজটি আমাদের নিউজ রুম থেকে নিউজ ডেস্ক হিসাবে প্রকাশিত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদান্তে- আব্দুল লতিফ খান, সম্পাদক মন্ডলির সভাপতি।

Related Articles

Back to top button
Close