Featured

নীলফামারীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

http://tistanews24.com/wp-content/uploads/2015/12/258.jpgইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  সকাল ১০ টায়  উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে ওই সভার আয়োজন করে।

 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কশিশনার ড. নাসির উদ্দীন আহমেদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।সভার শুরুতেই দুদকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনজুর আহ্মেদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি)  আব্দুল করিম, সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক লায়ন  নজুরল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোমায়রা মন্ডল হিমু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  শাকেরিনা বেগম, উপজেলা প্রানী সম্পদক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলার বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, সৈয়দপুর প্রেস কাবের সভাপতি আমিনুল হক, শাহ্জালাল ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জি. এম কামরুল হাসান প্রমূখ।সভায় দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ দুর্নীতি প্রতিরোধে সকল নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

Show More

News Desk

তিস্তা নিউজের নিউজ রুম থেকে সমস্ত বিভাগসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ করা হয়। আপনি যদি তিস্তানিউজ ২৪.কম এ প্রকাশের জন্য আমাদের ট্রেন্ডিং নিউজ প্রেরণ করতে চান তবে আসুন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নিউজটি আমাদের নিউজ রুম থেকে নিউজ ডেস্ক হিসাবে প্রকাশিত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদান্তে- আব্দুল লতিফ খান, সম্পাদক মন্ডলির সভাপতি।

Related Articles

Back to top button
Close