Featured

নীলফামারীতে সার্বজনীন আর্থিক অন্তর্ভুক্তি সপ্তাহ পালন

http://tistanews24.com/wp-content/uploads/2015/11/Nilphamari-Pic-1.jpgনীলফামারী অফিস থেকে ইনজামাম-উল-হক নির্ণয় : বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ কোন ধরণের আর্থিক সেবার আওতাভুক্ত নয়। বিশ্ব ব্যাংকের তথ্যা-নুযায়ী বাংলাদেশে প্রায় সাড়ে সাত কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ ওই সেবার বাইরে রয়েছেন। এতে নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্র যেমন সংঙ্কুচিত হচ্ছে, তেমনি বিঘ্নিত হচ্ছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা।
নীলফামারীতে ব্র্যাকের আয়োজনে ২০২০ সালের মধ্যে দরিদ্র জনগণের সার্বজনীন আর্থিক অন্তর্ভুক্তি (ফাইনান্সিয়াল ইনকুসন) সপ্তাহ পালন উপলক্ষ্যে মঙ্গলবার শহরের জোরদরড়ায় ব্র্যাকের কার্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ওই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নীলফামারীতে ব্র্যাকের ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিভিন্ন দিক পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশানক (রাজস্ব) মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, ব্র্যাকের উর্দ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক নিজাম উদ্দীন, বিদ্যুৎ কুমার সাহা, জেলা ব্র্যাক প্রতিনিধি রইছ উদ্দীন, এলাকা ব্যবস্থাপক মীর মতিউর রহমান, রতন কুমার বর্ম্মণ প্রমুখ।
এসময় জেলা সদরের পঞ্চপুকুর গ্রামের ঋণ গ্রহিতা হারুণ অর রশিদ বলেন, ‘দেড় লাখ টাকা ঋণ নিয়ে আমি চার বছর ধরে মাছ চাষ করছি। এতে আমার বাৎসরিক আয় আসে চার লাখ টাকা।
ব্র্যাকের উদ্ধর্তন আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, ২০২০ সালের মধ্যে দরিদ্র জনগণের সার্বজনীন আর্থিক অর্ন্তভুক্তির লক্ষ্যে এ বছর প্রথম ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বৈশ্বিক কর্মসূচি উদযাপন করছে ব্র্যাক। কর্মসূচির একমাত্র আয়োজক হিসেবে ব্র্যাক সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Show More

News Desk

তিস্তা নিউজের নিউজ রুম থেকে সমস্ত বিভাগসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ করা হয়। আপনি যদি তিস্তানিউজ ২৪.কম এ প্রকাশের জন্য আমাদের ট্রেন্ডিং নিউজ প্রেরণ করতে চান তবে আসুন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নিউজটি আমাদের নিউজ রুম থেকে নিউজ ডেস্ক হিসাবে প্রকাশিত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদান্তে- আব্দুল লতিফ খান, সম্পাদক মন্ডলির সভাপতি।

Related Articles

Back to top button
Close