আন্তর্জাতিক
পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে: টিভি সাংবাদিকসহ নিহত ১১

তিস্তা নিউজ ওয়েব ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারের কারখানো মার্কেটের চেকপোস্টের কাছে আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন ও ৩১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর চার সদস্য, একজন টিভি সাংবাদিক ও একটি শিশু রয়েছে।
নিহত সাংবাদিকের নাম মেহবুব শাহ আফ্রিদি এবং তিনি ‘আজ’ টিভিতে চাকরি করতেন। আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজকের হামলা চালিয়েছে একজন মোটর সাইকেল আরোহী।
হামলাকারী তার মোটর সাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে আশেপাশের দোকানপাট ও গাড়িতেও আগুন লাগে বলে তারা জানিয়েছেন। এতে হামলাকারী নিজেও প্রাণ হারায়।
তবে এখন পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি।