ফলোআপ-মাদারীপুরে কিশোরীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-১

সাব্বির হোসাইন আজিজ মাদারীপুর প্রতিনিধি: মাদারীপু জেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার রাতে বাবা হারা এতিম কিশোরী অমানসিক নির্যাতনের শিকার হয়েছিল। এ ব্যপারে মাদারীপুর সদর মডেল থানায় মামলা হলে আজ শুক্রবার সকালে দত্ত কেন্দুয়া এলাকা থেকে প্রধান অপরাধীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় গত (২৯-০৮-১৬)সোমবার রাতে ঘটনার পরদিন পপির মা বাদী হয়ে থানায় মামলা করে। সেই মামলার প্রধান আসামী শাজাহান মাতুব্বরকে শুক্রবার সকালে দত্ত-কেন্দুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য. কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া এলাকায় মৃত শাজাহান শিকদার মেয়ে পপি আক্তার(১৩) সোমবার সন্ধ্যার কিছুক্ষন আগে নিজ বাড়ীর কলপাড়ে হাতমুখ ধোয়ার উদ্দেশ্যে গেলে শাজাহান মাতুব্বর তাকে ডাক দিয়ে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে পপি পালাতে গেলে পুকুরে পড়ে যায়। নির্যাতনকারী পুকুরে গিয়ে পপিকে পানিতে চুবাতে থাকে। এবং পুকুর থেকে পাড়ে তুলে আবারো মারধর করে। পরে পপির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে শাজাহান মাতুব্বর পালিয়ে যায়। এরপর অচেতন অবস্থায় পপিকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আরও জানা যায় জমিসংক্রান্ত বিষয় নিয়েই কিশোরীকে হত্যা চেস্টা করা হয়েছিল।
পপি আক্তারের মা বিলকিস বেগম জানান,তার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে আগে থেকেই হামলাকারীদের সাথে পূর্বশত্রুতা রয়েছে। পপির বাবা জীবিত না থাকায় আমাদের অসহয়াত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানাভাবে তারা পপিকে ও আমার উপর নির্যাতন করতো। আমি এর সঠিক বিচার চাই।