বিশ্ব শান্তি কমিটির বাংলাদেশ প্রতিনিধি নওগাঁর সন্তান

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: অসাম্প্রদায়িক, বিবাদ বিশৃঙ্খলহীন তথা শান্তির বিশ্ব গড়তে স্বনামধন্য ও প্রভাবশালী সংস্থা ‘বিশ^ শান্তি কমিটি’ সুনামের সহিত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠাকাল থেকে। যার ফলে বিশ্ব ব্যপি সুপরিচিত ও বিশেষ বিশেষ খেতাবে বিভিন্ন সময় ভূষিত হয়েছে সংস্থাটি। সংস্থাটি ২০২দেশে তার কার্যক্রম পরিচালনা করে, বাংলাদেশে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সম্প্রতি তারা নিয়োগ প্রদান করেছে তাদের বাংলাদেশ প্রতিনিধি।
বিশ্ব শান্তি কমিটি সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে সংস্থার বাংলাদেশ প্রতিনিধি হিসাবে নওগাঁ পত্নীতলার সন্তান সংগঠক ও আলোড়ন সৃষ্টিকারী মানবাধীকার কর্মী রুবাইত হাসানকে নিয়োগ প্রদান করেছে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান সুনতানি।
এছাড়া তরুন সংবাদকর্মী রুবাইত হাসান এখন কাজ করছেন জাতিসংঘের একদল তারকা দ্বারা পরিচালিত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বিশেষ সমন্বয়কারী (জাতীয়) হিসাবে। শ্রীলংকান সমাজ উন্নয়ন সংস্থা নিউ ওয়ার্ল্ড লাইফ অর্গানাইজেশন থেকে পদত্যাগের মাত্র কয়েক মাসের মধ্যে জাতিসংঘ সেচ্ছাসেবী বোর্ডেও ইতিমধ্যে সুপারিশপ্রাপ্ত রুবাইত হাসান। এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ম ,বর্ণ, জাতি, দল, মত নির্বিশেষে দেশের আপামর মানুষের মধ্যে সহাবস্থান, পরষ্পর সহযোগীতা, সামাজিক সম্প্রীতি গঠনের মাধ্যমে বিবাদ বিশৃঙ্খলা এড়িয়ে শান্তির দেশ তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে বিশ^ শান্তি কমিটি বাংলাদেশ শাখা। সরকারকে নারী অধিকার নয় বরং মানবাধিকার উন্নয়নে আরো জোর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, নারী নির্যাতন ট্রাইব্যুনালের সুবিধা নিয়ে নির্যাতিত নারীর পাশাপাশি লোভী ও সুযোগ সন্ধানী খারাপ প্রকৃতির মহিলার এক বড় অংশ যে, চক্র কিংবা সিন্ডিকেট গড়ে তুলে ব্ল্যাকমেইল, মামলা, হুমকি-ধামকি, গুম এমনকি হত্যা পর্যন্ত করছে তাতে পুরুষের আইনি সুবিধা পাওয়ার জন্য বিশেষ সুবিধা কোথায়? চলতে থাকা প্রকাশিত- অপ্রাকাশিত এসব নির্যাতন বন্ধে এখনই আশু ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তিনি।