
মিজানুর রহমান মিলন,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা গত শুক্রবার (৩১ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুরের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ও সিরাজগঞ্জ জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। খেলায় টাইব্রেকারে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ৩- ২ গোলে সিরাজগঞ্জ জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি যথারীতি বিকেল ৩ টা ৫০ মিনিটে শুরু হয়। আর খেলার প্রথমার্ধে ৮ মিনিটের মাথায় অর্থাৎ ৩টা ৫৮ মিনিটে সিরাজগঞ্জ জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি প্রথম গোল করতে সক্ষম হয়। আর দলের পক্ষে ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. ভুট্টু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার মতো প্রথম গোলটি করেন। পরবর্তীতে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব পেল্টানির সুযোগ নিয়ে প্রথমার্ধের ৩৮ মিনিটে অর্থাৎ ৪ টা ২৮ মিনিটে একটি গোল করে খেলায় সমতা ফিরে আনে। এরপর উভয় দলেই আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকে। কিন্তু কোন পক্ষ আর গোল করতে পারেনি। এতে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। এ অবস্থায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ৩-২ গোলে সিরাজগঞ্জ জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
টুর্ণামেন্টের গতকালকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ঠাকুরগাঁওয়ের মো. হাসানুজ্জামান বিপ্লব রেফারি এবং মো. আলতাফুর আলীম ও মো. দারুল ইসলাম সহকারি রেফারির দায়িত্ব পালন করেন। দিনাজপুরের বীরগঞ্জের মো. তইফুল ইসলাম তফু পুরো খেলার ধারা ভাষ্য দেন।
আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে এ টুর্নামেন্টের তিন তিন বারের চ্যাম্পিয়ন সৈয়দপুর ফুটবল একাডেমির মুখোমুখি হবে দিনাজপুরের পার্বতীপুর ইয়ং স্টার ক্লাবের।
টুর্ণামেন্টের গতকালকের দ্বিতীয় সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ খেলায় নীলফামারীর সৈয়দপুর, দিনাজপুরের পাবর্তীপুর, রংপুরের বদরগঞ্জ,তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নানা বয়সী বিপুল সংখ্যক নারী পুরুষ ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
দিনাজপুরের পাবর্তীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি চতুর্থবারের মতো “ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি ” শ্লোগানকে নিয়ে এ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। গত ৩ জানুয়ারী থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টে রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, বগুড়া, গোবিন্দগঞ্জ, পার্বতীপুর ও সৈয়দপুরসহ মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে। পার্বতীপুরের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে ওই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।