ভূরুঙ্গামারীতে “বন্ধু বৃত্ত’৯৩”-র ইফতার মাহফিল

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রতি বছরের ধারাবহিকতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হলো উপজেলার এসএসসি ১৯৯৩ ব্যাচ শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন “বন্ধু বৃত্ত’৯৩”-র ইফতার মাহফিল’১৬।
গত ০৪ রমজান ১৪৩৭হিঃ , ১০/০৬/১৬ইং শুক্রবার উপজেলা সদরের খান মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বন্ধু বৃত্তের বন্ধুরা সহ শতাধিক মুছল্লীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মোঃ যুবরাজ খান ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি খামারী মমিনুল ইসলাম লুজা, ইউনুছ আলী, এনামুল হক সরকার, আবুল কালাম আজাদ, আশিক ইকবাল মিল্টন, রহিম বাদশা, শিক্ষক জোনাব আলী, আবুল কালাম, রমজান আলী ,আফজালুল হক রিপন, মিজানুর রহমান, আলাল উদ্দীন, ব্যবসায়ী মুকুল সরকার, নুরুজ্জামান, আব্দুস ছালাম, আবুল কালাম, রফিকল ইসলাম, সাংবাদিক আলক্তগীন সরকার খোকন, জাহাঙ্গীর আলম, ডাঃ আব্দুল লতিফ , ইউপি সদস্য আবু হোসেন, ডেন্টিষ্ট আমজাদ হোসেন সরকার, মতিউল খোকন, পোস্টম্যান শফিউল আলম সহ সংগঠটির ৫৩ জন বন্ধু। অন্যান্যের মধ্যে হাফেজ শাফিউল ইসলাম, রাজনৈতিক সাখাওয়াত হোসেন তৌহিদ, শফিকুল ইসলাম বাবলা, আখেরুল ইসলাম রতন, সাদ্দাম মোড় এলাকার আনোয়ার হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান খোকন সহ খান মোড়ের সাধারন ব্যবসায়ীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে হাফেজ রাশেদুল ইসলাম রঞ্জুর পরিচালনায় সংগঠনের মৃত্যু বরনকারী তিন বন্ধু মরহুম মশিউর রহমান, ইঞ্জিঃ আরিফুর রহমান ও রাজনৈতিক শাহীন সিরাজের উদ্দেশ্যে এবং একইসাথে সমাজ ও রাষ্টের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বার্তা প্রেরক, জাহাঙ্গীর আলম