রহনপুর মুক্ত মহাদলের ৪২তম শুভ জন্মদিন পালিত

মুঃ শফিকুল ইসলাম ,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর মুক্ত মহাদলের ৪২তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
রোববার বিকেলে রহনপুর মুক্ত মহাদল চত্বরে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক ও রহনপুর মুক্ত মহাদলের সভাপতি সারফুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সর্দার।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বাংলাদেশ উপজেলা স্কাউটের যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমিন সিহাব,সহকারী লাইব্রেরিয়ান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা তোহুর আহমেদ, রহনপুর মুক্ত মহাদলের সম্পাদক নুরুজ্জামান বাবু,রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমূখ।সভায় স্বাগত বক্তব্য রাখেন ৪২ তম মুক্ত মহাদল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নাজিমুদ্দিন সরকার হীরা।