শৈলকুপায় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নব-নির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লার সভাপতিত্বে বর্ধিত সভার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন।
সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আর রশিদ জোয়ার্দ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম শিমুল, স্বেচ্ছাসেকলীগের সভাপতি জুয়েল পারভেজ কর্ণেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার।
এছাড়াও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু, জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
বর্ধিত সভায় নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ও জঙ্গিবাদ বিরোধী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বার্তা প্রেরক- জাহিদুর রহমান তারিক