Featured

সাপকে চুমু, কামড় খেয়ে হাসপাতালে পর্যটক

http://tistanews24.com/wp-content/uploads/2016/01/2225.jpgতিস্তা নিউজ ডেস্ক : সাপের সঙ্গে মশকরা! ভুলেও করবেন না। নয়তো খেতে পারেন কামড়!

বাস্তবেই সাপের সঙ্গে মশকরা করেছিলেন চীনের এক নারী পর্যটক। অগত্যা কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে।

‘পিপলস ডেইলি’র খবরে বলা হয়, চীনের একদল পর্যটক স্থানীয় সময় শুক্রবার থাইল্যান্ডের একটি পর্যটনকেন্দ্রে ঘুরতে যান। এ সময় একটি কেন্দ্রে সাপের প্রদর্শন চলছিল। এক নারী পর্যটক একটি সাপকে আদর করে একটি চুমু খেতে যান। এমন সময় সাপটি ওই নারীর নাক কামড়ে ধরে। অনেক কষ্টে সাপটিকে ছাড়ানো যায়।

সাপের কামড় খেয়ে চীনের সাংহাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন ওই নারী। তবে তিনি এখন সুস্থ আছেন বলে জানা গেছে।

Show More

News Desk

তিস্তা নিউজের নিউজ রুম থেকে সমস্ত বিভাগসহ বাংলাদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ করা হয়। আপনি যদি তিস্তানিউজ ২৪.কম এ প্রকাশের জন্য আমাদের ট্রেন্ডিং নিউজ প্রেরণ করতে চান তবে আসুন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নিউজটি আমাদের নিউজ রুম থেকে নিউজ ডেস্ক হিসাবে প্রকাশিত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদান্তে- আব্দুল লতিফ খান, সম্পাদক মন্ডলির সভাপতি।

Related Articles

Back to top button
Close