বৃহত্তর দিনাজপুর
সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের রোগ মুক্তি কামনায় দোয়া

রিয়াদ হাসান চৌধুরী, বোচাগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি>> দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবিন সাংবাদিক আব্দুস সাত্তার এর রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি আব্দুস সাত্তার করোনা ভাইরাস কোভিড- ১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। ২ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, সেতাবগঞ্জ প্রেসক্লাব।
এ সময় প্রেস ক্লাবের সহ-সভাপতি বরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ- সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সভাপতির রোগ মুক্তি সহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।