সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা সংবাদ সংস্থা

তিস্তা নিউজ ডেস্ক: বিশ্বের সেরা ১০০ জন চিন্তাবিদের তালিকায় স্থান পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন সাময়িকী ‘ফরেন পলিসি’ প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিতে খুশির হাওয়া ঢাকায়। পরিবেশ রক্ষায় হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপের জন্যই রুশ প্রেসি়ডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে একই পঙ্ক্তিতে উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম।
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে, তার ভূয়সী প্রশংসা হয়েছে মার্কিন ম্যাগাজিনে। বাংলাদেশের তরফে গ্রিন হাউজ গ্যাস নির্গমণের পরিমাণ অপেক্ষাকৃত কম হওয়া সত্ত্বেও উষ্ণায়ণের মোকাবিলায় বাংলাদেশ সরকার যে দায়বদ্ধতার পরিচয় দিয়েছে, তার জন্যই শেখ হাসিনাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ফরেন পলিসি যে ১০০ জনের তালিকা প্রকাশ করেছে, তাতে বেশ কয়েকটি শ্রেণি রয়েছে। সেরা ‘ডিসিশন মেকার্স’ শ্রেণিতে যে ১৩ জন ঠাঁই পেয়েছেন, তার মধ্যে হাসিনা অন্যতম।
সূত্র: আনন্দ বাজার পত্রিকা