সৈয়দপুরের সাংবাদিক কাজী জাহিদ’র ছোট বোনের ইন্তেকালে বিভিন্ন ব্যক্তির শোক

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি: সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক আলাপনের নির্বাহী সম্পাদক, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের সৈয়দপুর প্রতিনিধি গীতিকবি কাজী জাহিদের ছোট বোন কাজী রুমানাজামান (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তিনি স্বামী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর রাজশাহী মহানগরের পদ্মা আবাসিক জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে মরহুমাকে রাজশাহী মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি ছিলেন প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত যুগ্ম উপসচিব মো. মাহবুবুর রহমানের স্ত্রী।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল সহ- সভাপতি নজির হোসেন নজু, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, সহ-সাধারণ সম্পাদক এম ওমর ফারুক, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র রায়সহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, সাপ্তাহিক আলাপন’র বার্তা সম্পাদক মিজানুর রহমান মিলন, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সাপ্তাহিক সাফ জবাবের নির্বাহী সম্পাদক মো. নজরুল ইসলাম, তিস্তা নিউজ২৪ ডটকমের সম্পাদক সরদার ফজলুল হক, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ব্যবসায়ী তোফায়েল মোহাম্মদ আজম, শেখ আহমদউল্লাহ, আলাপন’র আইটি ইনচার্জ মো. খালিদ হোসেন আরমান শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।