নীলফামারী
স্টালিন সভাপতি ও নিরঞ্জন রায় সম্পাদক
জলঢাকায় প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন

আবেদ আলী স্টাফ রিপোর্টার: সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে স্বাস্থ্যসেবার মান গতিশীল করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আসাদুজ্জামান স্টালিনকে সভাপতি ও নিরঞ্জন রায়কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মহিতুর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ ইমরান আহমেদ, দপ্তর সম্পাদক আল আামিন ও সদস্য নুর ই আলম সিদ্দিকী, মতিউর রহমান, ময়নুল ইসলাম, আরিফ ফরহাদ, শহিদুজ্জামান ও সম্রাট হোসেন প্রমুখ।