বৃহত্তর রংপুর
হাতিবান্ধায় ৭১১ পিচ ইয়াবা সহ আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৭১১ পিচ ইয়াবা ট্যাবলেট শুকর আলী (৩৫) নামের এক মাদক কারবারী আটক করেছে থানা পুলিশ। আটককৃত শুকর আলী রিফুজি কলণী লালমনিরহাট এলাকার মৃতঃ আব্দুল ওহাব খানের পুত্র বলে জানাগেছে। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার মেডিকেল মোড়স্থ এলাকা থেকে এস আই নুর আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উক্ত মাদক কারবারীকে ৯শ’১১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে জেল হাজতে প্রেরন করেন। এ ব্যপারে হাতীবান্ধা থানা ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।