বৃহত্তর রংপুর
হাতীবান্ধায় ট্রাকচাপায় পুলিশের দুই ডিএসবি’র মর্মাতিক মৃত্যু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানার ডিএসবি শাখার দুই পুলিশ সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) বিকালে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় লালমনিরহাট -বুড়িমারী আঞ্চলিক মহা সড়কের এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন ও কনস্টবল মুজিবুল আলম ওরফে হাজী মোটর সাইকেলযোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলো। পথিমধ্যে তারা খানের বাজার এলাকায় ট্রাক পার হতে চেষ্টা করলে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনা স্থলেই তাদের মৃত্যু ঘটে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ দুই পুলিশ সদস্য নিহত হওয়াম আমরা খুবই শোকাহত আর মর্মাহত।