হাতীবান্ধায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধে বিক্ষভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি স্থানীয় থানা থেকে বের হয়ে শহর বিভিন্ন সড়ত প্রদক্ষিন শেষে স্থানীয় মেডিকেল মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে বক্তৃতা করেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও মাহবুবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান, হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকসহ নেতৃবৃন্দ।
বক্তরা তাদের বক্তৃতায় দেশ বিরোধী সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান। এছাড়াও ভাড়াটিয়া সম্পর্কে সঠিক তথ্য ও নিজ পরিবারের লোকজনের চলাফেরায় সর্তক থাকতে হবে। তারা যেন সঙ্গ দোষে জঙ্গী কর্মকান্ডে জড়িয়ে যেতে না পারে। বার্তা প্রেরক- জাহাঙ্গীর আলম রিকো