Monday, January 6, 2025

জলঢাকায় দিনে-দুপুরে ছিনতাই, অটো চালক অজ্ঞান



মাহমুদ আল-হাছান, স্টাফ রিপোর্টারঃ

আজ সোমবার বিকাল দুপুর ২'০০ টার দিকেধ জলঢাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বালাগ্রামের ক্লাবের পারের উত্তর প্রান্তে নীলসাগরের বাম তীর বাধের পাশে একজন অজ্ঞাত পরিচয় ব্যাক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারনা করা হচ্ছে যে লোকটিকে চেতনা নাশক কোনোকিছু দিয়ে অজ্ঞান করে তার অটো ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এরপর তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুবৃত্তরা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দুইজন লোককে একজন অসুস্থ মানুষ সহ অটোভ্যানে নিয়ে ওইদিকে যেতে দেখা গেছে। কিছুক্ষণ পরে দুইজন লোক অটোগাড়ী নিয়ে ফিরে এলেও তৃতীয় ব্যাক্তিকে গাড়ীতে দেখা যায় নাই। কিছুক্ষন পরে একজন পথচারী লোকটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

বিকাল ৩'৩০ টার দিকে সংবাদ পেয়ে জলঢাকা থানার সাব ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক কয়েকজন পুলিশ সহ গিয়ে লোকটিকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসার জন্যে প্রেরন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লোকটির জ্ঞান ফেরাতে ডাক্তারগন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


শেয়ার করুন