তিস্তা নিউজ ডেস্ক ঃ ২০১৩ সালে দেশের খারাপ পরিস্থিতি এবং বাসায় থাকতে না পেরে দেশ ছেড়েছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় সংসদের সাবেক স্পিকার প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও ব্যারিস্টার বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটির আয়োজন করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অ্যাসোসিয়েটস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, এখানে যারা আইনজীবী আছেন তারা প্রশাসনে যাবেন। আপনারা যদি শক্তশালী হয়ে থাকেন আজ হোক কাল হোক দেশ ভালো হতে বাধ্য।
তিনি বলেন, আমরা সমাজকে দিয়ে যাব, কি দিয়ে যাব। আমরা যদি আমাদের সন্তানদের জ্ঞান দিয়ে যেতে পারি। তিনি বলেন, ব্রিটিশরা আমাদের শাসন-শোষণ করেছে কিন্তু তারাও আইনকে সম্মান করত। কিন্তু একজন রাজনীতিক রাস্তা দিয়ে যাবে আর তাকে উধাও করে দেওয়া হবে। এমন উধাও করে দেওয়াটা অতীতে ছিল না।
জয়নুল আবেদীন বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক খুবই অসুস্থ ছিলেন। মহান আল্লাহ তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন। আমরা আশা করব তিনি আবারও আইন পেশায় ফিরে আসবেন। বিগত দিনে তিনি জ্ঞানের আলো দান করেছেন। তাকে আমরা আবার ফিরে পাব।