![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpooep5FF9Ek8I6a02MPB_YM3SXGQeQwiGRaR7fTqd2tRo4Cci5RoP_C0tkRQIqoaQwWsdEV_g4TiNrSmu6rflgUd7H5HtsxOaN3ycz_fD4nZUl-IE640DB9VeyYgflHcFyxgnzUP_wrE5wm4UZNnDQSFYKRyCMTSBn_S78mhJaMiHP-iRx4XTpUrodqh_/s320/1-9acef8eb5224f1434f7a982499888080-79363d1e4187ff18fb309a33c4b8420c.jpg) |
শফিকুল আলম |
তিস্তা নিউজ ডেস্ক ঃ আগামী নির্বাচন কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ওপর। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি আরও কিছু সংস্কার চায় তাহলে অন্তর্বর্তী সরকার আরও ৬ মাস সময় নেবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।’
প্রেস সচিব আরও বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না জানিয়ে শফিকুল আলম বলেন, ‘লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনও অধিকার নেই।’
শেয়ার করুন