Friday, January 10, 2025

ভিশন ফ্রিজ কিনে গাড়ি জিতলেন নীলফামারীর অনন্ত

 


ডোমার প্রতিনিধি : দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ফ্লাগশিপ ক্যাম্পেইন ‘ড্রিম হোম’ অফারে ফ্রিজ কিনে গাড়ি জিতেছেন নীলফামারী ডোমারের বাসিন্দা অনন্ত কুমার কর্মকার। সম্প্রতি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

এর আগে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে ফ্ল্যাট জেতেন লালমনিরহাটের মাসিয়াত আরা মারিয়া ও গাড়ি জেতেন সিলেটের আম্বরখানার গালিব মাহমুদ।
গাড়ির চাবি হাতে পেয়ে অনন্ত কুমার কর্মকার বলেন, ‘আমাকে একজন ফোন দিয়ে বলেন যে আমি ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ অফারে একটি গাড়ি জিতেছি। আমি প্রথমে ভেবেছি কেউ আমার সাথে প্রতারণা করে অর্থ চাইবে। কিন্তু ভিশন এম্পোরিয়ামে যাওয়ার পর আমি নিশ্চিত হতে পারলাম যে আমি সত্যিই গাড়ি জিতেছি।’
অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের হেড অব বিজনেস কে এম শামসুজ্জামান ও হেড অব সেলস রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন