মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ জুলাই বিপ্লবের ঘোষনাপত্র, জুলাই সনদ প্রণয়ন ও জুলাই হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নীলফামারী জেলা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। আজ বৃহষ্পতিবার দুপুর ১২.০০ টায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য রফিক শাহ, আবু সায়েম, আ. হাকিম সাবু, জিয়াউর রহমান, মো. জিম সহ জুলাই আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্র ও যুব নেতৃবৃন্দ। আহত পরিবারের সদস্যগন অবিলম্বে জুলাই সনদ প্রণয়ন, জুলাই বিপ্লবে গনহত্যার বিচার ও বাস্তবায়নের জোর দাবি জানান। মানববন্ধন শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যগন জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।