Tuesday, September 23, 2025

আল্লাহকে নিয়ে হিন্দু যুবকের আপত্তিকর পোস্ট, ডালিয়ায় উত্তেজনা

 


মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২২ সেপ্টেম্বর, (সোমবার) রাত ৯ টার দিকে খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া ১ নম্বর বাজার সংলগ্ন রবিন চন্দ্র রায় ভাস্কর নামে এক হিন্দু যুবক আজ তার ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে চুড়ান্ত আপত্তিকর একটি পোস্ট করে। পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা প্রশমনে ডিমলার পুলিশ প্রশাসন ডালিয়ায় অতিরিক্ত পুলিশ মেতায়েন করেছে। পুলিশ সুত্রে জানা যায় অপরাধীকে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ী ডালিয়া ১ নম্বর বাজারের পাশেই। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর এবং মাতা গীতা রাণী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, কিছুদিন যাবত এলাকায় ইসকনের তৎপরতা লক্ষ্য করা গেছে। আসন্ন দার্গাপূজাকে সামনে রেখে হিন্দু মুসলিম দাঙ্গা বাধানোর সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে তারা রবীনকে দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে সকলে ধারনা করছেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর জনাব মাওলানা মুজিবুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন সকলকে শান্ত থেকে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।  কোনো উস্কানীতে বিভ্রান্ত হয়ে আইন হাতে তুলে না নিতে ডিমলা সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানান তারা


শেয়ার করুন