Tuesday, December 30, 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আচরণ বিধি প্রতিপালনে জেলা রিটার্নিং অফিসারের মতবিনিময়

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠানে নির্বাচনী আচরন বিধিমালা প্রতিমালা প্রতিপালনে মতবিনিময় সভা করেছে নীলফামারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১১'৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ডিআইজি রংপুর, পুলিশ সুপার নীলফামারী, সেনাবাহিনীর জেলা প্রতিনিধি, জেলা র‍্যাবের প্রধান, নীলফামারী জেলা এনএসআই এর সহকারি পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা ম্যাজিস্ট্রেট নীলফামারী, নীলফামারী সদর, জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সহ নীলফামারী ১,২,৩ ও ৪ আসনের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা ম্যাজিস্ট্রেট নির্বাচনী বিধিমালার বিস্তারিত তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন। একটি উৎসব মুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে তিনি সকল প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।


মতবিনিময় সভায় নীলফামারী-২ সদর আসনে জামায়াতের প্রার্থী এড. আল-ফারুক আব্দুল লতিফ প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার এখনও বিভিন্ন স্থানে বহাল তবিয়তে সাঁটানো থাকায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। জেলা প্রশাসক এ বিষয়ে ব্যাবস্থা গ্রহনে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনের দিন পর্যন্ত সকল প্রার্থীগণকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন ও আইন প্রয়োগে নিরপেক্ষ থাকার আশ্বাস প্রদান করেন।


শেয়ার করুন