হাকিম বদিউজ্জামান জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকায় হাঁটুর নিচ থেকে কাটা একটি পা পড়েছিল সড়কের পাশে। পুলিশ আজ বুধবার সকালে এই পা উদ্ধার করে। জলঢাকা পৌরসভার দুন্দিবাড়ি এলাকার চৌকিদারের মোড় এলাকায় কাটা এই পা পাওয়া যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ বলছে, কীভাবে একটি পা এখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, দুন্দিবাড়ি এলাকায় সড়কের পাশের একটি নিচু স্থানে একটি কাটা বাম পা পড়ে ছিল। আজ সকাল ১০টার দিকে পথচারীরা প্রথমে সেটি দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পা উদ্ধার করে নিয়ে যায়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বলেন, জলঢাকা পৌরসভাস্থ দুন্ডিবাড়ি চৌকিদার মোড় নামক স্থানের জলঢাকা হতে ডোমার/ ডিমলাগামী সড়কের পাকা রাস্তা সংলগ্ন পশ্চিম পার্শে একটি কার্টুনে সাদা গজ দ্বারা পেচানো অবস্থায় একজন বয়স্ক মানুষের বাম পা বৃদ্ধাঙ্গুলে ঘা/পচা যুক্ত অবস্থায় পড়ে আছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় উক্ত পা টি চিকিৎসারত অবস্থায় অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয়েছে। ঘটনাস্থলে ওষুধের প্যাকেট গজ ব্যান্ডেজ ও অন্যান্য মেডিকেল সামগ্রী পড়ে আছে। কেউ কাটা পা এনে এখানে ফেলে গিয়েছিল। তিনি বলেন , প্রাথমিকভাবে পুলিশ মন করছে, হাসপাতাল বা ক্লিনিকের কোথাও পা কাটা হয়েছে। তারপর এখানে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। আশেপাশের থানা গুলোতে ম্যাসেজ দেয়া হয়েছে বলেও এটি কার পা, কারা এটি ফেলে গেছে; সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।


