Thursday, January 2, 2025

জলঢাকায় জাতীয় সমাজসেবা দিবসে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ।

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল, "নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার"। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে 'কল্যাণরাষ্ট্র গঠন' বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রকৃত দুস্থ, দরিদ্র, অসহায় প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষ যেনো সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা সহ বিভিন্ন কল্যাণমুখি কর্মসূচি চালু করেছে সরকার। তিনি সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহবান জানান।উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবসের মুক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ রেজওনুল কবির, কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমী বেগম ও ছাত্র সমন্বয়ক রক্সি প্রমুখ। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন