আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি ৫ জেলায় ১২০ কিলোমিটার জুড়ে ৪৮ ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে।
তিস্তা নিউজ ডেস্ক: ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রোববার বিকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘কেমন লালমনিরহাট দেখতে চান’ শীর্ষক সেমিনারে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি ৫ জেলায় ১২০ কিলোমিটার জুড়ে ৪৮ ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। এটি বিশ্বের গণমাধ্যম প্রকাশ করতে বাধ্য থাকবে। আমরা মনে করি, অল্প সময়ের মধ্যে সরকার আমাদের দাবি মেনে নেবে।”
“দীর্ঘ ১৬ বছর বাজেট বৈষম্যের শিকার লালমনিরহাটসহ ও উত্তরাঞ্চলের জেলাগুলো। এ অঞ্চলকে এগিয়ে নিতে দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট স্থলবন্দর চালু করা, অর্থনৈতিক জোন, কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকারের বিকল্প নেই।”
অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।