Thursday, January 2, 2025

কিছু মডেলে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!



 নতুন বছরে প্রযুক্তি কর্মযজ্ঞে আসবে বহুমাত্রিক অগ্রগতি আর বিধিনিষেধ। নতুন নিষেধাজ্ঞায় যেন সে কথারই কঠিন সিদ্ধান্ত সামনে আনল হোয়াটসঅ্যাপ। কিছু ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না, মিলবে না আপডেট। অবশ্য এমন সিদ্ধান্তের পেছনে কারণ আর যুক্তি দুটোই দেখিয়েছে নির্মাতা মেটা।

কিটক্যাট অপারেটিং সিস্টেম (ওএস) যাত্রা করে ২০১৩ সালে। ক্রমান্বয়ে যার ব্যবহার কমেছে। অধিকাংশ ক্ষেত্রে সময়োপযোগী সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। ঠিক এমন কারণেই মেটা সিদ্ধান্ত নিয়েছে কিটক্যাট থেকে সাপোর্ট সিস্টেম তুলে নেওয়ার।


শেয়ার করুন